ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মালিবাগে ফ্লাইওভারের ক্রেন ছিঁড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
মালিবাগে ফ্লাইওভারের ক্রেন ছিঁড়ে নিহত ১ মালিবাগ রেলগেট এলাকায় গার্ডার দুর্ঘটনা

ঢাকা:রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় ছিটকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় তমা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার পলাশসহ (৩৮) এক শ্রমিক আহত হয়েছেন।

এদিকে গার্ডারটি ছিটকে রেললাইনের ওপর পড়ায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
 
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।