ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটের পরশ হত্যার মূল আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ঘোড়াঘাটের পরশ হত্যার মূল আসামি গ্রেফতার

দিনাজপুর: ঘোড়াঘাট উপজেলার চাঞ্চল্যকর শিশু পরশ হত্যা মামলার প্রধান আসামি ফিরোজকে (২৫) গাজীপুর কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। দীর্ঘ ১৬ মাস পর ফিরোজকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

দিনাজপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, পুলিশ দীর্ঘদিন থেকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ফিরোজের সন্ধানে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ফিরোজকে দিনাজপুর নিয়ে আসা হচ্ছে।

২০১৫ সালের ১১ নভেম্বর শিশু পরশকে নৃশংস্য ভাবে হত্যার পর তার একটি চোখ উপড়ে ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানের পাশে মরদেহ ফেলে রেখে যায় হত্যাকারীরা। পরদিন ১২ নভেম্বর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় নিহত শিশু পরশের বাবা কেশব চন্দ্র সাহা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ আহমেদ তদন্ত শেষে এজাহারভুক্ত ৭ জন আসামিসহ ১২ জনকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করেন। বর্তমানে ওই মামলাটি দিনাজপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।