রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
দিনাজপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, পুলিশ দীর্ঘদিন থেকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ফিরোজের সন্ধানে ছিল।
২০১৫ সালের ১১ নভেম্বর শিশু পরশকে নৃশংস্য ভাবে হত্যার পর তার একটি চোখ উপড়ে ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানের পাশে মরদেহ ফেলে রেখে যায় হত্যাকারীরা। পরদিন ১২ নভেম্বর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় নিহত শিশু পরশের বাবা কেশব চন্দ্র সাহা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ আহমেদ তদন্ত শেষে এজাহারভুক্ত ৭ জন আসামিসহ ১২ জনকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করেন। বর্তমানে ওই মামলাটি দিনাজপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসএইচ