লালন আঁখড়াবাড়িতে চলছে তিনদিনব্যাপী লালন স্মরণোৎসব I লালন মেলা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাবুব আলম বাংলানিউজকে বলেন, আগে কোনোদিন এখানে আসিনি, এবারই প্রথম।
রংপুরের দেলোয়ার বলেন, লালনের অনেক গান শুনেছি। এখানে এসে সেইসব গানের প্রকৃত অর্থ উপলব্ধি করার চেষ্টা করছি।
লালন ভক্ত ফকির রুস্তম আলী শাহ্ বলেন, সাঁইজির অমর বাণী যে বুকে ধারণ করতে পেরেছে সেই প্রকৃত মানুষ হয়েছে। সাঁইজি বলে গেছেন Ôমানুষ ভজলে সোনার মানুষ হবিÕ। সাঁইজি তার গানের মধ্য দিয়ে মানুষকে ভালোবাসতে বলেছেন।
আজগর আলী ফকির বাংলানিউজকে বলেন, সাঁইজির দর্শন মানে সত্য দর্শন। সাঁইজি মানবকল্যাণে সারাজীবন কাজ করেছেন।
লালন মাজারের খাদেম মyহম্মদ আলী শাহ বলেন, সাঁইজির এই উৎসবে বাউল সাধক, ভক্ত আশেকানদের আঁখড়াবাড়িতে আসতে যেমন কোনো আমন্ত্রণপত্র লাগেনা না, তেমনি প্রথার বাইরেও তারা কিছু করেন না।
লালন মেলায় কদর বেড়েছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাঁজা আর শন পাপড়ি। মেলা থেকে ফেরার পথে অনেকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন এসব।
লালন মাজারে সবচেয়ে বড় তিলের খাঁজা আর শন পাপড়ি বিক্রেতা লিটন হোসেন (কুটি) বাংলানিউজকে জানান, তিলের খাঁজার পাশাপাশি বাহারি শন পাপড়ি বিক্রি ভালো হচ্ছে।
এবার খাঁজা বিক্রি আগের তুলনায় বেশ ভালো বলে জানান বিক্রেতা সাইদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমইউএম/এসএইচ