ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসব ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসব

পুরান ঢাকা থেকে: ঢাকাসহ গোটা বাংলাদেশ রোববার (১২ মার্চ) সকাল থেকেই দোলের আবীরে, রঙে রঙিন হয়ে উঠেছে। বিশেষত শিশু-কিশোর, তরুণ-তরুণীরা সবচেয়ে বেশি মেতে ওঠে দোল উৎসবে। সব বয়সের নারী-পুরুষই একে অপরকে আবীরের রঙে রাঙিয়ে দেয়। পালন করেন সার্বজনীন এ উৎসব। সারাদেশ যখন সারাদিন এ উৎসব শেষে ক্লান্ত তখন দিবাগত রাতে পুরান ঢাকায় বয়োজ্যেষ্ঠরা মেতে ওঠেন এই আনন্দযাত্রায়।

পুরান ঢাকার শাঁখারি বাজারে রোববার রাতে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা ফাল্গুনি পূর্ণিমার এ পূর্ণ তিথিতে ‘কলিযুগের অবতার’ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি থাকায় নেচে গেয়ে আনন্দের পাশাপাশি ধর্মীয় আচারও পালন করেন। সবার মঙ্গল কামনা করে প্রার্থনাও করেন তারা।

ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসবভাব-আবেগে শ্রদ্ধাভরে জড়িয়ে ধরেন একে অপরকে। ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসবরাধা-কৃষ্ণের বিগ্রহে রক্ত আবীরে স্নান করিয়ে ভক্তরাও রঙ খেলেন। ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসব বৃন্দাবনে গোপীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্মরণে সুর-তাল-লয়ে নেচে ওঠেন তারা। ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসবমেতে ওঠেন হাসি ঠাট্টায়। ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসববুড়ো বুড়িদের পাশাপাশি তরুণ-তরুণীরাও যে একেবারেই ছিল না, তা কিন্তু নয়। ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসবআবীরের রঙে রঙিন হয়ে দলগতভাবে তারা রত হন প্রার্থনায়। ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসবদলগতভাবে সংকীর্তন করেন সড়কে প্রদক্ষিণের মাধ্যমে। এদিনে বৃন্দাবনের নন্দনকাননে শ্রীকৃষ্ণ আবীর এবং গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে মেতেছিলেন রঙের খেলায়। ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসবছেলে-বুড়ো সবাই ব্যস্ত রঙ খেলায়। বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে আশীর্বাদ নেন ছোটরা। উৎসবকে ঘিরে স্থানীয় মন্দিরে রাধা-গোবিন্দের পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। ছবিতে বুড়ো-বুড়ির দোল উৎসবউলুধ্বনি, কাঁসার ঘণ্টা, ঢোল আর পুরোহিতের মন্ত্রধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। পুরান ঢাকার উৎসবের এই চিত্রই যেন চিরায়ত বাংলার আনন্দ-উৎসবের চেনা রূপ।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭/আপডেট ১১২৩ ঘণ্টা
এসএইচ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।