পুরান ঢাকার শাঁখারি বাজারে রোববার রাতে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা ফাল্গুনি পূর্ণিমার এ পূর্ণ তিথিতে ‘কলিযুগের অবতার’ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি থাকায় নেচে গেয়ে আনন্দের পাশাপাশি ধর্মীয় আচারও পালন করেন। সবার মঙ্গল কামনা করে প্রার্থনাও করেন তারা।
বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭/আপডেট ১১২৩ ঘণ্টা
এসএইচ/জেএম