ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শিবালয়ে ৪১ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
শিবালয়ে ৪১ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৫

মানিকগঞ্জ: আইন অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের চেষ্টাকালে পাঁচ জেলেকে আটক করেছেন পাটুরিয়া ফেরিঘাট নৌ-পুলিশ সদস্যরা।

একই সময় ওই জেলেদের কাছ থেকে ৪১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার (১৩ মার্চ) ভোরে শিবালয় উপজেলা মৎস্য অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদ কামালের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।



আটক জেলেদের সবার বাড়ি শিবালয় উপজেলার মালুচি গ্রামে। তাৎক্ষণিকভাবে আটক জেলেদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

তবে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন পাটুরিয়া ফেরিঘাট নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।