ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

সিরাজগঞ্জ: গাড়ির চাপ থাকায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে গাড়ি চলছে, বিক্ষিপ্তভাবে সৃষ্টি হচ্ছে যানজট। সোমবার (১৩ মার্চ) সকাল থেকে যানজট কিছুটা কমলেও সেতুর পশ্চিমপাড় গোলচত্বর থেকে নলকা পর্যন্ত গাড়ির চাপ রয়েছে।ফলে গাড়িগুলো চলাচল করছে ধীরগতিতে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলানিউজকে জানান,  রোববার বিকেল থেকে সেতুর টোল বৃদ্ধির কারণে অনেক যানবাহন ঘুরিয়ে নেয়। এতে সূত্রপাত হয় যানজটের।

রাতে মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় যানজট কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।

যানবাহন চালকদের দাবি, এতোদিন পাঁচ টনের যানবাহনের টোল ছিল ১১শ’ টাকা। সেখানে হঠাৎ করেই সেতু কর্তৃপক্ষ তা বাড়িয়ে ১৪শ’ টাকা করেছে। আর আগে যেখানে তিন টনের গাড়ির টোল আটশ’ ছিল, সেখানে করা হয়েছে ১১শ’ টাকা। এতে চালকেরা বিপাকে পড়েছে। অনেক চালকের কাছে বাড়তি টাকা না থাকায় গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এ কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি রেজাউল হায়দার বাংলানিউজকে জানান, সেতু কর্তৃপক্ষ কোনো টোল বৃদ্ধি করেনি। তবে বিআরটিএ’র রেজিস্ট্রেশন সফটওয়্যারের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এ কারণে চালকদের ব্লু-বুকে যে ওজন লেখা আছে রেজিস্ট্রেশন অনুযায়ী ওজন তার চেয়ে বেশি ধরা পড়ছে। ফলে চালকরা ব্লু-বুক দেখে যে হারে টোল দিতেন এখন রেজিস্ট্রেশন মোতাবেক তার চেয়ে তিনশ’ টাকা বেশি দিতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।