বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলানিউজকে জানান, রোববার বিকেল থেকে সেতুর টোল বৃদ্ধির কারণে অনেক যানবাহন ঘুরিয়ে নেয়। এতে সূত্রপাত হয় যানজটের।
যানবাহন চালকদের দাবি, এতোদিন পাঁচ টনের যানবাহনের টোল ছিল ১১শ’ টাকা। সেখানে হঠাৎ করেই সেতু কর্তৃপক্ষ তা বাড়িয়ে ১৪শ’ টাকা করেছে। আর আগে যেখানে তিন টনের গাড়ির টোল আটশ’ ছিল, সেখানে করা হয়েছে ১১শ’ টাকা। এতে চালকেরা বিপাকে পড়েছে। অনেক চালকের কাছে বাড়তি টাকা না থাকায় গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এ কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি রেজাউল হায়দার বাংলানিউজকে জানান, সেতু কর্তৃপক্ষ কোনো টোল বৃদ্ধি করেনি। তবে বিআরটিএ’র রেজিস্ট্রেশন সফটওয়্যারের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এ কারণে চালকদের ব্লু-বুকে যে ওজন লেখা আছে রেজিস্ট্রেশন অনুযায়ী ওজন তার চেয়ে বেশি ধরা পড়ছে। ফলে চালকরা ব্লু-বুক দেখে যে হারে টোল দিতেন এখন রেজিস্ট্রেশন মোতাবেক তার চেয়ে তিনশ’ টাকা বেশি দিতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই