আটকে পড়া লঞ্চের যাত্রী মো. উজ্জ্বল বাংলানিউজকে জানান, রাতে প্রায় এক হাজার যাত্রী নিয়ে বাগেরহাট-২ লঞ্চটি ঢাকা থেকে গলাচিপার উদ্দেশে রওনা দেয়। ভোরে পথে বাকেরগঞ্জের আবালকাঠি ঘাটে ভেড়ার সময় পেছন থেকে এমআর খান নামে আরেকটি লঞ্চ ওই লঞ্চটিকে ধাক্কা দেয়।
লঞ্চ স্টাফরা জানান, তীরে ভেড়ানো অবস্থায় ধাক্কা লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। হাজার খানেক যাত্রীর মধ্যে এখন (সকাল সোয়া ১১টা) তিন শতাধিক যাত্রী এখানে আটকা পড়েছে। বাকিরা অন্য লঞ্চ ও বিভিন্ন বিকল্প পথে গন্তব্যে চলে গেছে।
এনিয়ে বরিশাল নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু জানান, ঘটনাস্থল তার এলাকায় নয়, তাই লঞ্চ আটকে পড়ার বিষয়টি তার জানান নেই।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএস/এসআই