ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে দুই অস্ত্র ব্যবসায়ী আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ঝিনাইদহে দুই অস্ত্র ব্যবসায়ী আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সিপিসি-২ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান, তিন রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১২ মার্চ) শেষরাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে আব্দুল হালিম (৩৫) ও একই গ্রামের খাইরুল বাসারের ছেলে মাজেদুল ইসলাম (৩২)।


 
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও মাজেদুল ইসলাম অবস্থান করছিলেন। খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করে।  

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।