রোববার (১২ মার্চ) শেষরাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে আব্দুল হালিম (৩৫) ও একই গ্রামের খাইরুল বাসারের ছেলে মাজেদুল ইসলাম (৩২)।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও মাজেদুল ইসলাম অবস্থান করছিলেন। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই