বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার করে আনা ১২৫৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ মার্চ) সকাল ৬টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী মাঠ থেকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেনসিডিলের চালানটি জব্দ করে।
বিজিবি’র পুটখালী ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ বাংলানিউজকে জানান, রাতে পাচারকারীরা সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান নিয়ে এপারে আসছে-এমন খবর পেয়ে সীমান্তে জনবল বৃদ্ধি করে বিজিবি।
ভোরে মাদক পাচারকারীরা বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এসময় বিজিবি তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তায় ১২৫৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এজেডএইচ/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।