সোমবার (১৩ মার্চ) দুপুর পৌনে ১২টায় বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
গ্রেফতার রাব্বী শহরের ঠনঠনিয়া পাড়ার আব্দুল মজিদের ছেলে।
তিনি জানান, রোববার (১২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকায় একটি পুকুরের পাশে চারজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান নেয়, এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়।
উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রাব্বী গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।
বর্তমানে তিনি ওই হাসপাতালে পুলিশি পাহারায় সার্জারি বিভাগে চিকিৎসাধীন। ভর্তির রেজিস্ট্রেশন নং ৯৫১/০১।
রাব্বীর বিরুদ্ধে তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমবিএইচ/এএটি/জেডএস