গার্হস্থ্য অর্থনীতি কলেজ
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গার্হস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের দাবিতে নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (মার্চ ১৩) বেলা সাড়ে এগারোটার দিকে নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে রাস্তার ওপর বসে পড়ে শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে যান চলাচল বন্ধ করে অবস্থান করছিলো।
বিষয়টি বাংলানিউজকে জানান রাজধানীর নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) আব্দুস সালাম।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসজেএ/আরআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।