সোমবার (১৩ মার্চ) সকালে বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ের নিয়োগে কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের মামলায় মিরপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে দুদকের একটি টিম বদরুজ্জামানকে গ্রেফতার করে বলেও জানান প্রণব কুমার ভট্টাচার্য।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসজে/আরআইএস/এমজেএফ