ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ

ভোলা: ভোলার মেঘনা থেকে ৫০ মণ জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রোববার (১২ মার্চ) রাত সোয়া ৯টার দিকে মেঘনার মল্লিকপুর পয়েন্ট থেকে কোস্টগার্ড এসব জাটকা জব্দ করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি সূত্র জানায়, জাটকা নিধন, বিক্রি ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করে রাতে কয়েকজন অসাধু ব্যবসায়ী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সংলগ্ন ভোলার মল্লিকপুর পয়েন্ট থেকে ট্রলারে জাটকা নিয়ে অন্য এলাকায় যাচ্ছিল।

খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ট্রলারটি ধাওয়া করলে ব্যবসায়ীরা ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে ওই ট্রলার জব্দ করে তাতে ৫০ মণ জাটকা পাওয়া যায়। রাতেই এসব মাছ স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা রেদোয়ান হোসেন।  
তিনি বাংলানিউজকে জানান, জাটকা সংরক্ষণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।  

মার্চ-এপ্রিল মাস পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুদ করা নিষিদ্ধ। এছাড়া নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।