কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি সূত্র জানায়, জাটকা নিধন, বিক্রি ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করে রাতে কয়েকজন অসাধু ব্যবসায়ী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সংলগ্ন ভোলার মল্লিকপুর পয়েন্ট থেকে ট্রলারে জাটকা নিয়ে অন্য এলাকায় যাচ্ছিল।
এ অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা রেদোয়ান হোসেন।
তিনি বাংলানিউজকে জানান, জাটকা সংরক্ষণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
মার্চ-এপ্রিল মাস পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুদ করা নিষিদ্ধ। এছাড়া নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই