ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাগমারায় তালিকাভুক্ত জঙ্গি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বাগমারায় তালিকাভুক্ত জঙ্গি গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় খয়ের উদ্দিন (৪০) নামে এক তালিকাভুক্ত জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) ভোরে খুদিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খয়ের ওই এলাকার ডুবাই উদ্দিনের ছেলে ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) অন্যতম সদস্য।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বাংলানিউজকে জানান, কথিত বাংলাভাই প্রথমে তাদের সংগঠনের নাম দিয়ে ছিলো জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)। পরে নাম পরিবর্তন করে তারা এ সংগঠনের নাম রাখে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)। দু’টি সংগঠনই নিষিদ্ধ। গ্রেফতার খয়ের এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য।    

জেএমজেবি’র সক্রিয় ক্যাডার হিসেবে খয়ের পুলিশের তালিকাভুক্ত জঙ্গি। তার বিরুদ্ধে বাগামারা থানায় একাধিক মামলা রয়েছে।

জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিল খয়ের।

বাংলা ভাইয়ের সঙ্গে থেকে খয়ের ওই সময় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেয়। বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সে আত্মগোপনে চলে যায়। তবে আবার এলাকায় ফেরার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর খয়েরকে আদালতে পাঠানোর কথা রয়েছে বলে জানান ওসি নাসিম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।