সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের কাটেশ্বর এলাকা থেকে অপহৃত জেলেরা লোকালয়ে ফিরে আসেন।
ফিরে আসা জেলেদের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের রেজাউল ও সোরা গ্রামের হালিমের নাম জানা গেছে।
ফিরে আসা জেলেরা জানান, ১০ মার্চ সুন্দরবনের কাটেশ্বর এলাকা থেকে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাদেরসহ ১০ জেলেকে অপহরণ করে। তিনদিন পর দস্যুদের দাবি অনুযায়ী তারা সবাই ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই