ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

অননুমোদিত বাটখারা উৎপাদন-ব্যবহারে আর্থিক শাস্তি বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
অননুমোদিত বাটখারা উৎপাদন-ব্যবহারে আর্থিক শাস্তি বাড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

ঢাকা: অননুমোদিত বাটখারা উৎপাদন ও ব্যবহার করলে জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন, ২০১৭’ বা বিএসটিআই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  
 
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মানদণ্ডহীন বাটখারা বা পরিমাপক ব্যবহারের শাস্তি তিন হাজার টাকা জরিমানা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে। তবে পূর্বের অনুর্ধ্ব ছয় মাসের কারাদণ্ড বহাল রাখা হয়।
    
সরকারের অনুমতিক্রমে সম্পূর্ণ রফতারির উদ্দেশ্যে তৈরি বা উৎপাদিত কোনো বাটখারা বা পরিমাপণ ব্যতিত কোনো পরিমাপক তৈরি করলে শাস্তি ছিল অনুর্ধ্ব এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা। আগে জরিমানা ছিল ১০ হাজার টাকা।
 
সরকারের অনুমতিক্রমে সম্পূর্ণ রফতারির উদ্দেশ্যে তৈরি বা উৎপাদিত কোনো ওজন বা পরিমাপণ ব্যতিত অন্য কোনো ওজন বা পরিমাপণ ব্যবহার করে তাহলে উৎপাদনকারীর শাস্তি অনুর্ধ্ব এক বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা। আগে জরিমানার পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা।
 
যদি কোনো ব্যক্তি সত্যতা প্রতিপাদনের জন্য পরিলক্ষিত ত্রুটি সংশোধন ব্যতিত অন্য কোনো উপায়ে রেফারেন্স স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বা প্রচলতি মানদণ্ড পরিবর্তন বা পরিমিত করেন তাহলে সেই ব্যক্তি অনুর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর জরিমানা ছিল পাঁচ হাজার টাকা এবং দুই বছরের জেল।   
 
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব জানান, ‘দ্য স্ট্যান্ডার্ড অব ওয়েট অ্যান্ড মেজার্স অর্ডিনান্স-১৯৮২’ সুপ্রিম কোর্টের সংশোধন, পরিমার্জন করে বাংলায় নিয়ে আসা হয়েছে।
 
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সামঞ্জস্য করে আইনের খসড়াটি করা হয়েছে বলে জানান সচিব।
 
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।