ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মালিবাগের ঘটনা অনাকাঙ্ক্ষিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
মালিবাগের ঘটনা অনাকাঙ্ক্ষিত নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে সাঈদ খোকন/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত হওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

সোমবার( ১৩ মার্চ) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে এসে এসে এ মন্তব্য করেন ঢাকা দক্ষিণের মেয়র।

তিনি বলেন,  এ ঘটনায় এলজিইডি মন্ত্রণালয়ের একজন ইডি ও এমডি আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে দোষী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
নির্মাণাধীন ফ্লাইওভারের পড়ে যাওয়া গার্ডার/ছবি: জিএম মুজিবুর
নিহতের পরিবারের প্রতি সসমবেদনা জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি  আহতদের সুচিকিৎসা দেওয়া হবে।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার মালিবাগ রেলগেইট এলাকায় নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।