সোমবার( ১৩ মার্চ) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে এসে এসে এ মন্তব্য করেন ঢাকা দক্ষিণের মেয়র।
তিনি বলেন, এ ঘটনায় এলজিইডি মন্ত্রণালয়ের একজন ইডি ও এমডি আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহতের পরিবারের প্রতি সসমবেদনা জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা দেওয়া হবে।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার মালিবাগ রেলগেইট এলাকায় নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এএম/এমজেএফ