সোমবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালুকা গ্রামের গড়িল বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নূর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমারিয়া গ্রামের মৃত আবু হানিফের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বাংলানিউজকে বলেন, রাতের আঁধারে ঝালুকা গ্রামের গড়িল বিলে অবৈধভাবে পুকুর খনন চলছিল। পুকুর খননের পর ড্রেজারটি উপরে ওঠাতে গিয়ে উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নূর উদ্দিন মারা যান। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। বর্তমানে স্থানীয়দের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদেন্তর প্রতিবেদন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি রুহুল আলম।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসএস/আরআইএস/এএ