ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে আইএস নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
বাংলাদেশে আইএস নেই সংবাদ সম্মেলনে কথা বলছেন আইজিপি এ কে এম শহীদুল হক/ছবি: বাদল-বাংলানিউজ

ঢাকা: আমাদের দেশের জঙ্গিদের সঙ্গে আইএস'র সরাসরি কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৪ দেশের পুলিশ প্রধানদের নিয়ে আয়োজিত কনফারেন্স চলাকালে এক সংবাদ সম্মলনে তিনি এ দাবি করেন।

আইজিপি বলেন, বাংলাদেশ থেকে কেউ আইএসে যোগ দিতে কিংবা প্রশিক্ষণে দেশের বাইরেও যায়নি।

গুলশান হামলার দায় স্বীকার করলেও এ ঘটনার পর পুলিশের অভিযানে যেসব জঙ্গি নিহত হয়েছে আইএস তাদের নিজেদের বলে দাবি করেনি। এ পর্যন্ত আমরা যেসব জঙ্গিকে গ্রেফতার করেছি, তারা কেউ আইএসের কথা বলেনি। তাদের পরিবারের কেউও আইএসের বিষয়ে জানে না।

তিনি বলেন, বিভিন্ন অপারেশনে নিহত ও গ্রেফতাররা সব 'হোম-গ্রোন' জঙ্গি। তারা আইএসের ভাবাদর্শে উদ্বুদ্ধ হতে পারে কিন্তু আইএসের সঙ্গে তাদের কোনো লিংক নেই।

শ্রীলংকার গবেষক রোহান গুণারত্নে প্রসঙ্গে আইজিপি বলেন, রোহান কোনো পুলিশ অফিসার নন, জননিরাপত্তার সঙ্গে জড়িতও কেউ নন। একজন একাডেমিক পারসন। বাংলাদেশের ইস্যু তিন জানেন না। তিনি যাই বলুন তার কথার সঙ্গে তো বাস্তবতার মিল থাকতে হবে। কিন্তু একথার সঙ্গে আমরা বাস্তবতার কোনো মিল পাইনি। এটা তার নিজস্ব বক্তব্য। আমরা তার বক্তব্য সমর্থন করি না। এগুলো বেইজলেস প্রপাগান্ডা, অপপ্রচার।

আইজিপি বলেন, মাদক ও মানবপাচার বন্ধে ভিয়েতনামের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। তারা সম্মত হলে মঙ্গলবার (১৪ মার্চ) কয়েকটি ইস্যুতে তাদের সঙ্গে সমঝোতাস্মারক স্বাক্ষর করা হতে পারে।

ভিয়েতনাম ছাড়াও সোমবার সকালে ব্রুনাইয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, সকাল থেকে কনফারেন্সে ইন্টেলিজেন্স, সিকিউরিটি ডায়নামিক  চ্যালেঞ্জেস, ডিজিটাল কো-অপারেশন, ডি ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে। এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন ও দক্ষিণ কোরিয়া।
 
বিকেলে আইজিপির সঙ্গে ইন্টারপোলের বৈঠক রয়েছে। এ বিষয়ে আইজিপি বলেন, ইন্টারপোলের সঙ্গে বৈঠকে দক্ষিণ এশিয়ায় তাদের  একটি অফিস করার প্রস্তাব দেওয়া হবে।
 
কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭/ আপডেট ১৭১৩ ঘণ্টা
এসজেএ/এএ/জেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।