ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

১৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
১৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ: ১৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সেতুর টোলপ্লাজায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে।

সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, সেতু কর্তৃপক্ষ বিআরটিএর রেজিস্ট্রেশন অনুযায়ী নতুন সফটওয়ারে টোল আদায় করছেন।

এতে আগের চেয়ে টোলের হার বৃদ্ধি পাওয়ায় চালকদের বোঝাতে সময় লাগে। এ কারণেই রোববার (১২ মার্চ) বিকেল থেকেই যানজটের সৃষ্টি হয়। রাতভর পুলিশী তৎপরতায় সকালের দিকে যানজট কিছুটা কমে আসে। তবে সেতুর পূর্বপারে যানজট রয়েই গেছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ওয়াসিম শেখ বাংলানিউজকে জানান, সেতুর টোল বাড়ানো হয়নি। তবে নতুন ঠিকাদারী কোম্পানি কম্পিউটার নেওয়ার্ক সিস্টেম (সিএনসি) কর্তৃপক্ষ রোববার থেকে বিআরটিএর রেজিস্ট্রেশন সফটওয়ারের মাধ্যমে টোল আদায় করছেন। এতে ব্লু-বুক অনুযায়ী চালকেরা যে টোল দিতেন রেজিস্ট্রেশন অনুযায়ী তার চেয়ে কিছু বেশি দিতে হচ্ছে।

**বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।