ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শায়খ আবদুর রহমানের ছেলে নাবিলসহ ৪ জঙ্গির রায় পেছালো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
শায়খ আবদুর রহমানের ছেলে নাবিলসহ ৪ জঙ্গির রায় পেছালো শায়খ আবদুর রহমানের ছেলে নাবিলসহ ৪ জঙ্গির রায় পেছালো-ছবি: বাংলানিউজ (ফাইল ফটো)

কুমিল্লা: বিচারক ছুটিতে থাকায় পিছিয়েছে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিলসহ চার জঙ্গির তিনটি মামলার রায়।

কুমিল্লার আদালতে সোমবার (১৩ মার্চ) রায় ঘোষণার দিন ধার্য থাকলেও জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুরুন নাহার শিউলি ছুটিতে থাকায় রায়ের তারিখ পিছিয়ে গেলো।

সোমবার দুপুরে আদালতের অতিরিক্ত পিপি আবু তাহের এ বিষয়টি নিশ্চিত করেছেন।


 
শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ছাড়াও মামলার অপর আসামিরা হলেন জঙ্গি আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান। এর আগে আদালত সূত্র জানিয়েছিল, বিচারক নুরুন নাহার শিউলী চার জঙ্গির বিরুদ্ধে দায়ের করা তিনটি অস্ত্র ও বিস্ফোরক মামলার রায় ঘোষণার করবেন ১৩ মার্চ।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।