লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হাছান ইলেকট্রিক অ্যান্ড সাপ্লাইয়ার্সের গুদামঘরে আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের তিতাখাঁ জামে মসজিদের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হাছান বাংলানিউজকে বলেন, আগুনে আমার গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহম্মদ চৌধুরী জানান, পাশের ঘরে ওয়ার্লিংয়ের কাজ করার সময় ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে অগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।