ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মিজারুল কায়েসের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
মিজারুল কায়েসের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

ঢাকা: সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস এবং আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক রনির মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব করা হয়।
 
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল গত ১১ মার্চ দেশটির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শ্বাসকষ্টজনিত রোগের কারণে তিনি সেখানে ভর্তি হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, মিজারুল কায়েসের উদ্দেশে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
 
এদিকে আরিফুল হকের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল হকের দ্বিতীয় ছেলে আরিফুল। তিনি যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং পেশায় নিযুক্ত ছিলেন। সরকারের বড় বড় প্রকল্পে ইন্টারনেটে বা অনলাইনে কনসালটেন্সি সার্ভিস দিতেন, অনেকটা ফ্রি অব চার্জ। ৫৩ বছর বয়সী আরিফুল ১১ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাস শহরের সাউথ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন। ডালাসে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন।
 
মঙ্গলবার (১৪ মার্চ) সেখানকার মুসলিম কমিউনিটি কবরস্থানে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। ইতোমধ্যে আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমআইএইচ/আরআর/আইএ

**অননুমোদিত বাটখারা উৎপাদন-ব্যবহারে আর্থিক শাস্তি বাড়ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।