ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক। ছবি: বাংলানিউজ

গাজীপুর: লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২টা ৫৫ মিনিটে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে যাত্রী নিয়ে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। ঢাকা থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে রেল লাইনের মেরামত ও লাইনচ্যুত বগিটি উদ্ধার কাজ শুরু করে। পরে প্রায় ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

** বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।