ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে দুস্থ নারীদের জন্য সেলাই মেশিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
কেরানীগঞ্জে দুস্থ নারীদের জন্য সেলাই মেশিন

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ৫০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা নারী বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে সেলাই মেশিন বিতরণ করে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিলুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, শিক্ষা বিষয়ক কর্মকর্তা মাজেদা সুলতানা ও মাধ্যমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা নিলুফার জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।