ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নারীর প্রতি সহিংসতা রোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
নারীর প্রতি সহিংসতা রোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনার

খাগড়াছড়ি: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে হাইকোর্ট বিভাগের নির্দেশনা মূলক রায় বাস্তবায়নে খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ির স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি কার্যালয়ের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে ছিলেন- পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় বিশেষ অথিতি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, নারী নেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।