ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে নান‍া কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
সিলেটে নান‍া কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন সিলেটে নান‍া কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: নান‍া কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে উদযাপন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেত‍াকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

এছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগে শোভাযাত্রা, কেক কাটা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল থেকেই বিভিন্ন ব্যানারে, ফেস্টুনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ মিনার অভিমুখে র‌্যালি আসতে থাকে। যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সিলেট মহানগর ও গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনইউ/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।