ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে ট্রাক চাপায় দিনমজুর নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
সাভারে ট্রাক চাপায় দিনমজুর নিহত প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারে রাস্তা পার হওয়ার সময় বালু ভর্তি ট্রাক চাপায় সাদেক হোসেন নামে এক দিনমুজর নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজার সামনে এ র্দুঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম জানান, সকালে রাস্তার পারাপারের সময় বালু ভর্তি ট্রাক সাদেক হোসেন চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সাদেকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  পাঠানো হয়েছে।

নিহত সাদেক নওগাঁ জেলার কুরশা থানার গাঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাভারে দিনমজুরের কাজ করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।