শুক্রবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এম আব্দুল্লাহিল বাকী সাতক্ষীরার শীর্ষ রাজাকারদের একজন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, রাজাকার বাকীকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
তার বিরুদ্ধে সাতক্ষীরায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একইসঙ্গে রাজাকার খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জেডএস