অতিরিক্ত কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসান বাংলানিউজকে জানান, রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ৬৮টি কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দুপুরে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বোমাটি বহন করে র্যাবের অস্থায়ী ক্যাম্পে এক ব্যক্তি প্রবেশের সময় সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের বিমাবন্দরগুলোতেও বাড়তি সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এজেডএস/এসজে/আরআর/এসএইচ