মানচিত্র
সাভার: সাভারের আশুলিয়া জামগড়া এলাকায় জাগো বাংলাদেশ গার্মেন্টেস শ্রমিক ফেডারেশনের শাখা অফিসে চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এ খবর জানা যায়।
ফেডারেশনের শ্রমিক নেতারা অভিযোগ করেন, গত ডিসেম্বর মাসে শ্রমিক অসন্তোষের সময় বেশিরভাগ নেতারাই কারাগারে ছিলেন।
কয়েকদিন আগে নেতারা ছাড়া পেয়ে ফের অফিসটি চালু করেন। বৃহস্পতিবার দিনগত রাতে নেতাদের মধ্যে আলোচনা শেষ করে অফিসটি তালা দেওয়া হয়। সকালে এসে নেতাকর্মীরা অফিস ভাঙচুর, মূল্যবান কাগজপত্র ও বিভিন্ন জিনিসপত্র খোয়া দেখতে পান। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করেন তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, চুরির বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।