অাহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বেলা ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার শালথি গ্রামে।
কাউসার আহমেদ নামে এক ব্যক্তি জানান, কামাল শ্রমিক হিসেবে কাজ করতো। চলন্ত মাহিন্দ্র থেকে সে পড়ে গেলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বেলা ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এজেডএস/জেডএস