ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি ওবায়দুল কাদের- ছবি- দিপু মালাকার

ঢাকা: সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

শুক্রবার (১৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু উৎসব’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

উৎসবের অায়োজন করে বাঙালি সাংস্কৃতিক জোট।

 

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে বিএনপি ক্ষমতায় বসিয়েছে। তাই স্পষ্ট করেই বলতে চাই, সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। জঙ্গিবাদের বিরুদ্ধে সব অভিযান তাদের (বিএনপি) মনে জ্বালা ধরায়।  

বর্তমান জঙ্গি হামলার জন্য বিএনপিকে দায়ী করে কাদের বলেন, ২০১৩ সালে প্রধানমন্ত্রীর ডাকে বিএনপি যদি সংলাপে আসতো তাহলে নির্বাচনে অংশ নিতো। তা না করে তারা পেট্রোল বোমা হামলা চালালো। সংলাপে অংশ নিলে আজকে আর আত্মঘাতী হামলার প্রয়োজন হতো না। আপনারা বর্তমানে চরম থেকে চরমে যাচ্ছেন। ওবায়দুল কাদেরসহ অতিথিরা 

তিনি বলেন, হলি অার্টিজান, শোলাকিয়া, কল্যাণপুর ও অাশকোনা থেকে বেরুতে পারিনি। তার মধ্যে আবার অাশকোনায় হামলা। এরা কিছুদিন আন্ডারগ্রাউন্ডে থাকে, আবার বের হয়ে হামলা চালায়। আমাদের প্রধান বিপদ এ সাম্প্রদায়িক অপশক্তি। এটি প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিনে এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত।  

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন, ভারত সফরে যত চুক্তি হবে সব প্রকাশ্যে হবে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এসব চুক্তি সাক্ষর হবে, দেশের সার্বভৌমত্ব ঠিক রেখে। যারা সমালোচনা করছেন থেমে যান।  

আয়োজক সংগঠনের সভাপতি চয়ন ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন-উর-রশিদ, বাঙালি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।