ভোলা: ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে ১৭ জনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ইলিশের আভয়াশ্রমে জাটকা সংরক্ষণের লক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়।
এ সময় মেঘনার ইলিশা, কাঠিরমাথা ও কাচিয়া পয়েন্ট থেকে কারেন্ট জালসহ ১৭ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে দুই মাস করে করাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।