মঙ্গলবার (২২ মার্চ) দিনগত রাত ১২.৪২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল আরেফিন বাংলানিউজকে জানান, রাত ১২টা ৪২ মিনিটে বিডি ওয়ালটেক্স নিটওয়্যারে গার্মেন্টসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
**রাজধানীর দারুসসালামে পোশাক কারখানায় আগুন
বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসজেএ/এজেডএস/এইচএল/আরআইএস/এনটি