মঙ্গলবার (২১ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বিশ্বাস এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ জেলার তারুকান্দা উপজেলার কয়রাকান্দা গ্রামের মো. শহিদুল্লাহের ছেলে মো. আশরাফুল, নড়াইল জেলার সদর উপজেলা বাইশভিটা গ্রামের সুকুমার গায়েনের ছেলে সমাপ্ত গায়েন, নড়াইল জেলার সদর উজেলার ভূয়াখালি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শোনাপাড়া গ্রামের মোখতার আহমেদের ছেলে মো. সফিউল্লাহ এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মো. আবু তাহের এর ছেলে মোহাম্মদ মহসিন।
এরমধ্যে মো. আশরাফুলকে ১৫ দিন এবং বাকি চার জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এরআগে, মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত ‘এফ’ ইউনিট ও ‘সি’ ইউনিটের পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে সংশ্লিষ্ট পরীক্ষা হলের পরিদর্শক প্রক্সি দেওয়ার অভিযোগে তাদের আটক করে।
বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এনটি