বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজুরের সহকর্মী আশরাফ হোসেন বাংলানিউজকে জানান, উত্তরা ১১ নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোডের হেন্ডিং রেস্টুরেন্টে কাজ করতেন হাফিজুর।
সকালের দিকে ডেমরা মাতুয়াইল কোনাপাড়ার একটি বাসায় সোহাগ গলায় ফাঁস দিয়ে আত্মহ্যাতা করেন বলে জানান তার প্রতিবেশী শহিদুল ইসলাম। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য দুই মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এজেডএস/জিপি/জেডএম