বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার এক নম্বর ভোমরাদহ ইউনিয়নের দুবুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। হাসান সদর উপজেলার মাদারগঞ্জ মহুভাষী গ্রামের জালাল মিয়ার ছেলে।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে দুবুরা গ্রাম ও আশপাশের এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিলেন হাসান। গোপন সংবাদের ভিত্তিতে সকালে দুবুরা গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরবি/