বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকশিয়ালি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন যশোরের পালবাড়ি এলাকার মীর্জা শহীদুল ইসলামের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কালিগঞ্জ সদরে কেনাকাটা করতে যাচ্ছিলো হুসাইন। পথে কাকশিয়ালি ব্রিজের উপর এলে একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হুসাইন নিহত হয়। এসময় আহত আরও তিনজন। আহতদের উদ্ধার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরবি/