আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দুলু হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৪) ও জাহিদ হোসেনের ছেলে আল-আমিন খান (২১)।
বুধবার (২২ মার্চ) ঝালকাঠি থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এর আগে মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাতে পৌর শহরের ব্র্যাকমোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশালের লাহারহাট এলাকা থেকে মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে মঠবাড়িয়া যাওয়ার সময় শহরের ব্র্যাকমোড় এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএস/জেডএস