বুধবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের পুর্নবাসনের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে স্মারকলিপি দেওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
আবুল হোসেন বলেন, আগামী ২৯ মার্চ হকারদের মহাসমাবেশ হবে।
এ সময় মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মেয়রকে বলবো প্রয়োজন হলে আইন করে হকারদের পুর্নবাসন করুন। তা না হলে ভালো হবে না। আমরা হকারদের একটি স্থায়ী সমাধান চাই। হকারদের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। আজ হকাররা মানবেতর জীবন যাপন করছে। এটা মেনে নেওয়া হবে না। আমরা এই দেশের নাগরিক’।
বাংলাদেশে হকার ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াত বলেন, ‘আগামী ২৯ মার্চ হবে হকার মেয়র ফাইনাল খেলা। ওইদিন মহাসমাবেশে যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ করা হবে’।
এ সময় বাংলাদেশে হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশিম কবিরকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন তিনি।
ছিন্নমূল হকার্স লীগের সভাপতি হারুনুর রশিদ বলেন, হকারদের পুর্নবাসন না করে বুলডোজার দিয়ে নিঃস্ব করা হয়েছে। মেয়রের এই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই।
তিনি বলেন, মিছিল নিয়ে আসার সময় বায়তুল মোকাররমের সামনে থেকে আমাদের নেতা আব্দুল হাশিম কবিরকে পুলিশ আটক করেছে। তাকে অবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
এ সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৫শ’ হকার সমাবেশস্থলে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএ/জিপি/আরআই