বুধবার (২২ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ওই ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরবি/জেডএস