বুধবার (২২ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, রাজুর মা আনজেলাকে চাচা আলতাফ হোসেন এবং চাচী শেফালী প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করতেন।
এ ঘটনায় নিহত আলতাফের স্ত্রী শেফালী বাদী হয়ে কুষ্টিয়ার ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, ইবি থানার এ হত্যা মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় দুপুরে বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাজু আদালতে উপস্থিত ছিলেন।
এ রায়ে নিহতের স্ত্রী ও মামলার বাদী শেফালী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/এসএইচ