বুধবার (২২ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ইউএনডিপির সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রণালয় যৌথ উদ্যোগে ‘জলবায়ুজনিত বিপদাবস্থা হ্রাসে বাংলাদেশের উপকূলের বনায়ন ও পুনঃবনায়নে কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মসূচি (আইসিবিএ-এআর)' শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলা একটি চ্যলেঞ্জ। দিনে দিনে পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।
কর্মসূচি উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, উপকূল অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় এ উদ্যোগটি অনেক কার্যকর ভূমিকা পালন করবে। সব উপকূলে একসাথে বনায়ন সম্ভব নয়। প্রাধান্যের ভিত্তিতে বিভিন্ন উপকূলে বনায়ন করা হবে।
আইসিবিএ-এআর নামে চার বছর মেয়াদি প্রকল্পটি নেওয়া হয় ২০১৬ সালে। এ প্রকল্পের মাধ্যমে ৬০ হাজার অতিদরিদ্র উপকূলবাসী জলবায়ু সহনশীল জীবিকায়ন সহায়তা পাবেন ও ৬৫০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনায়ন করা হবে।
প্রকল্পটি জলবায়ু পরিবর্তনে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ভোলা, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী জেলায় বাস্তবায়িত হবে। এতে পিরোজপুর জেলাকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ এম ফয়সাল। বক্তব্য রাখেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমদ, ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কিওকো ইয়োকোসুকা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
পিএম/জেডএম