বুধবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত প্রদীপ পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার রঞ্জিত সাহার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল অভিযান চালায়। এসময় মাদক ক্রয়-বিক্রয়কালে প্রদীপ ও কামরুল নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে প্রদীপের শরীর থেকে ৫০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মশিউর রহমান বাদী হয়ে পিরোজপুর সদর থানায় রাতেই দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রদীপকে সাত বছরের কারাদণ্ড ও কামরুলকে খালাস দেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/এসএইচ