ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
কমলনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৭

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি চালিত অটোরিকশা চাপায় কিন্ডার গার্টেনের তিন শিশু শিক্ষার্থী, দুই অভিভাবকসহ সাতজন আহত হয়েছেন।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার লোকজন ওই অটোরিকশাটিসহ একটি লেগুনা ভাঙচুর করে। এ সময় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

বুধবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তোরাবগঞ্জ আইডিয়াল কিন্ডার গার্টেনের প্লে (প্রাক প্রাথমিক) শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম, জান্নাত, লামিয়া, অভিভাবক বিবি কুলছুম ও পপি আক্তার। অটোরিকশায় থাকা আহত দুই যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, স্কুল ছুটি হওয়ার পর শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরছিলো। এ সময় কমলনগর থেকে লক্ষ্মীপুরগামী দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা শিশু ইব্রাহিমকে চাপা দেয়। এ সময় চালক পালাতে গেলে অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে থাকা আরও দুই শিশু ও দুই অভিভাবক আহত হন। ওই দুর্ঘটনায় আটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার পর পার্শ্ববর্তী তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়  লোকজন সড়ক অবরোধ করে এবং ওই অটোরিকশাসহ একটি লেগুনা ভাঙচুর করে। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন বিষয়টি নিশ্চিত করে  বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে স্থানীয়দের শান্ত করে অবরোধ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।