বুধবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের পূর্ব আহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম ওই গ্রামের বাসিন্দা।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, দুপুরে জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পে সুইচ দিতে যান ইব্রাহিম। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইব্রাহিমকে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/