বুধবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বাসিন্দা।
হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, বিকেলে বোয়ালিয়া বাজার এলাকায় একটি লেগুনা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এসময় একটি বাস ধাক্কা দিলে লেগুনাটি ছিটকে গিয়ে প্রায় ১৫ হাত দূরে সবজি বাজারে পড়ে। এ সময় সবজি বিক্রেতা জয়নাল লেগুনার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত বাস-লেগুনা আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/