ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ্ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহীর পর মে মাসের ১০-১৫ তারিখের মধ্যে বরিশাল মহানগরীতে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
২০১৬ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ১৩ মে চট্টগ্রাম নগরীতেও এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শুরু হয়।
মোবাইল ফোনের মাধ্যমেও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পর্কিত তথ্য জানা যাবে। SC স্পেস> NID> স্পেস >এনআইডির ১৭ নম্বরের ডিজিট টাইপ করে send করতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে বিতরণের স্থান ও সময় জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ইইউডি/এসএইচ