বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর ১২ নং সেকশনের ব্লক-ই, রোড-৬ এর ৭৭ নং প্রতিশ্রুতি ক্লাব থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রতিবেশী আব্দুল আউয়াল বাংলানিউজকে বলেন, আকাশ নীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রীপাড়ার পারভেজ মিয়ার ছেলে।
সকালে নাস্তা করার পর বাবার সঙ্গে ঝগড়া হয় আকাশের। এরপর তার বাবা চলে গেলে সে ক্লাবের ভেতরের লোহার এঙ্গেলের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানান তিনি।
এ বিষয়ে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের রিপোর্ট হাতে এলে সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এজেডএস/এসআরএস/জেডএস